Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হোল্ডিং রেজিস্টেশন সংক্রান্ত জরুরী ঘোষণা
বিস্তারিত

ভূমি বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি

                                                      

       এতদ্বারা ভূমি মালিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা গ্রহিতাদেরকে স্বল্প ব্যয়ে, স্বল্প সময় ও সহজ সেবা প্রদানের জন্য সমগ্র বাংলাদেশে ভূমি উন্নয়ন কর ডিজিটাল সফটওয়্যার ব্যবস্থাপনা তৈরী করা হয়েছে। উক্ত সফটওয়্যারে মালিকানাধীন জমির হোল্ডিং রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে। এ লক্ষ্যে আপনাকে-

       ১। রেকর্ড/খারিজ খতিয়ানের কপি।

       ২। পূর্ববর্তী  দাখিলার কপি।

       ৩। পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি।

       ৪। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

       ৫। সচল মোবাইল নম্বর

                   ইত্যাদি সহ উপজেলা ভূমি অফিস/ইউনিয়ন ভূমি অফিস/সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

এছাড়া আপনি নিজে জমির মালিকনা সংক্রান্ত তথ্য দিয়ে নিন্মোক্ত উপায় রেজিস্ট্রেশন করতে পারবেন। পদ্ধতিগুলো হলো-

(১) অনলাইন পোর্টাল www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd  এ ঢুকে NID ও মোবাইল ফোন নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করার মাধ্যমে:

(২) কল সেন্টার নম্বর ১৬১২২ অথবা ৩৩৩ এ ফোন করে NID নম্বর, জন্ম তারিখ এবং জমির তথ্য প্রদান করার মাধ্যমে;

(৩) NID ব্যবহার করে যেকোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) এর মাধ্যমে।

 

     বিঃ দ্রঃ- হোল্ডিং রেজিষ্ট্রেশনের কাজ আগামী ৩০ জুন, ২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত চলবে। ১ জুলাই, ২০২১ খ্রিঃ তারিখ হতে জমির খাজনা অনলাইনে গ্রহণ করা হবে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন না করলে পরবর্তীতে আপনার জমির খাজনা আদায় করে জমির মালিকানা প্রমাণ করা নিয়ে জটিলতা তৈরি হবে। অতএব, আবশ্যিকভাবে আগামী ৩০ জুন, ২০২১ খ্রিঃ তারিখের মধ্যে বর্ণিত কাগজপত্র দিয়ে নিজে অথবা সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমির মালিকানা প্রতিষ্ঠার জন্য কোন ‘ফি’ ছাড়াই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/06/2021
আর্কাইভ তারিখ
30/12/2021